ভারতে বসে হাদি হত্যার নির্দেশ দেন তাইজুল বাপ্পী: ডিবি
ঢাকা: ভারতে অবস্থান করে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার নির্দেশ দেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাদি হত্যাকাণ্ডের তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য তুলে ধরেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
ডিবি প্রধান জানান, আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক অবস্থান নেওয়ার কারণেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্যবস্তু করা হয়। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ভারতে বসে হত্যার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হয়।
তার নির্দেশে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ হত্যাকাণ্ডটি সংঘটিত করেন বলে জানায় ডিবি।
ডিবি আরও জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী।
এ ঘটনায় শরীফ ওসমান হাদি হত্যা মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
0 Comments